ঢাকা শেয়ার বাজার

২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার ১১ বৈশাখ ১৪৩২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও কমপক্ষে ১০ দিন লাগবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

গাড়ির দীর্ঘ সারি রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গ্যাস কিনতে সকাল থেকেই। কয়েকঘণ্টা অপেক্ষার পর গ্যাস মিললেও, তা প্রয়োজনের তুলনায় কম। গাড়িচালকেরা বলছেন, প্রায় ৪ মাস ধরে বেড়েছে তাদের ভোগান্তি।

সাড়ে ৩ মাস পর সামিটের এলএনজি টার্মিনাল সচল হলেও, কাটেনি গ্যাস সংকট। খোলাবাজারের এলএনজি না আসায়, জাতীয় গ্রিডে বাড়েনি গ্যাসের সরবরাহ। এতে সিএনজি স্টেশনে চাহিদা মতো গ্যাস মিলছে না। টেক্সটাইল শিল্পের উৎপাদনও কমেছে ৪০ ভাগ পর্যন্ত। বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস বলছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও কমপক্ষে ১০ দিন সময় লাগবে।

ঢাকার কয়েক গাড়িচালক বলেন, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস যতটুকু ট্যাংকে যাওয়ার কথা তাও পাচ্ছি না। বেশিরভাগ সময়ই গ্যাসের প্রেসার কম থাকছে।

গ্যাসের চাপ কম থাকায় টেক্সটাইল, সিরামিকসহ বিভিন্ন শিল্পের উৎপাদনও কমছে। বন্ধ রাখতে হচ্ছে কিছু ইউনিট। এতে সময়মতো পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় রপ্তানি বাজার হারানোর শঙ্কা উদ্যোক্তাদের।

‘গ্যাসের প্রেসার ও সংকটের কারণে এখন ৩০ থেকে ৪০ শতাংশ উৎপাদন আমাদের বন্ধ। এবং গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। ফলে যেসব কারখানা বিদ্যুৎ দিয়ে চলছে সেগুলোতেও একই সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় যারা ক্রেতা তাঁরা আমাদের দেশ থেকে উৎপাদনের সিদ্ধান্ত সরিয়ে নিতে পারে।’

দেশে স্থানীয় ক্ষেত্রের ২০০ কোটি ঘনফুট ও আমদানির এলএনজিতে ১১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ ছিল। মে মাসে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সামিটের ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) অচল হয়ে যায়। এতে গ্যাস সরবরাহ নামে ২৬০ কোটি ঘনফুটে। ১১ সেপ্টেম্বর টার্মিনালটি সচল হলেও বাড়েনি এলএনজি সরবরাহ।

এফএসআরইউ-টি ড্যামেজ হয়েছিল তা এখন কাজে ফিরেছে। স্পট মার্কেট থেকে এলএনজি কেনার ব্যাপারে সরকার খুব আগ্রহী। চেষ্টা চলছে। আশাকরি আগামী এক সপ্তাহ বা ১০ দিনের মধ্যে এই সংকট কেটে যাবে।’

ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ তিতাসের অধীনে থাকা এলাকাগুলোতে দৈনিক গ্যাসের চাহিদা কমপক্ষে ২০০ কোটি ঘনফুট গ্যাস। গড়ে মিলছে মাত্র ১৪০ কোটি ঘনফুট।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।