শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৫ টি কোম্পানির বিশেষ সাধারণ সভা (EGM) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে।
কোম্পানি ৫ টি হলো- সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড: কোম্পানিটির নাম পরিবর্তন ও শেয়ার ইস্যুর বিষয়ে ১৮ জুলাই বেলা সাড়ে ১১টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইজিএম আহ্বান করেছে।
বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড: ১৬ জুলাই বেলা ৩টায় কোম্পানিটির নাম পরিবর্তনে ইজিএম অনুষ্ঠিত হবে।
পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড: কোম্পানিটির নতুন নাম হবে মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি। এ ইস্যুতে ১৬ জুলাই বিকাল ৪টায় ইজিএম করবে কোম্পানিটি।
বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড: কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহার ও সময় বৃদ্ধির বিষয়ে আগামীকাল ১৪ জুলাই সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম আহ্বান করেছে।
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানির নাম পরিবর্তন ইস্যুতে ১৫ জুলাই বেলা ১১টায় ইজিএম করবে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স।
উল্লেখ্য কোম্পানি ৫ টির সাধারণ বিনিয়োগকারী ও বিএসইসির অনুমোদন সাপেক্ষে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।