আজ বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে সৌদি আরবের আকাশে। আগামীকাল রোজ শুক্রবার ২০ এপ্রিল ঈদুল ফিতর উদ্যাপন করবে সৌদিআরববাসী।
সৌদি কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল–আরাবিয়া জানিয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদ্যাপিত হয়ে থাকে। সে হিসাবে আগামী শনিবার বাংলাদেশে ঈদ হবে হয়তো।
তবে নিয়ম অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবার ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে, আগামীকাল শুক্রবার সন্ধায়। যদি কালই শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদ্যাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে রবিবার ঈদ হবে বাংলাদেশে।
উল্লেখ্য, বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে সৌদিআরবের সাথে মিল রেখে প্রতিবছর ঈদ উদযাপন করে থাকেন।