ঢাকা শেয়ার বাজার

১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার ৫ ফাল্গুন ১৪৩১

চেন্নাই টেস্টে বড় হার এড়াতে পারবে বাংলাদেশ?

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

চলতি চেন্নাই টেস্টে পঞ্চম দিনে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ভারতের দেওয়া ৫১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষ সেশনে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

যা চতুর্থ দিনেই হার চোখ রাঙাচ্ছে টাইগারদের। জয়ের এখনো ৩৫৭ রান প্রয়োজন বাংলাদেশের, হাতে উইকেট আছে ৬ টি।

আজ আলো স্বল্পতায় খেলা বন্ধের কিছুক্ষণ পর দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেছেন আম্পায়াররা। তৃতীয় দিন শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৪ উইকেটে ১৫৮। অধিনায়ক নাজমুল হোসেন অপরাজিত ৫১ রানে, অন্য প্রান্তে ৫ রানে সাকিব আল হাসান।

৫১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই টাইগার ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। ভারতীয় বোলারদের সাবধানে মোকাবিলা করেন এই দুই ব্যাটার।

তবে কিছুটা আগ্রাসী ব্যাটিং করতে থাকেন জাকির। তবে দলীয় ৬২ রানে ৪৭ বলে ৩৩ রান করে আউট হন তিনি। তার বিদায়ের পর পরই সাজঘরের পথ ধরেন সাদমান, ৬৮ বলে ৩৫ রান করেন তিনি।

এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল হক ২৪ বলে ১৩ ও মুশফিকুর রহিম ১১ বলে ১৩ রান করে আউট হন। তবে এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

৩৭ ওভার ২ বলে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর আলো স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। কিছু সময় পর তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। শান্ত ৬০ বলে ৫১ ও সাকিব আল হাসান ১৪ বলে ৫ রানে অপরাজিত আছেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।