মশা
আমার বাসার সব মশারা
তোমরা কি সব দিশেহারা!
কেনো করছো আমায় নিশানা?
কে দিয়েছে তোমায় আমার ঠিকানা?
কাল যখন আমার জ্বর উঠলো
তোমরা সব সৈন্য-সামন্ত
বানিয়েছো আমার মাকে ক্লান্ত
তোমরা কি কখনো হবেনা শান্ত?
অবশেষে করলাম টেস্ট
ডেঙ্গু আমার নেই যে বেশ।
আমার সাথে করবে লড়াই?
কি আছে তোমার করো যে বড়াই!
আমার পিছে কেনো লাগছো ভাই?
ডেঙ্গু-ম্যালেরিয়া কি আমি চাই?
আজ সকাল ৮টা বাজে,
ছড়া লিখতে বসার মাঝে
দেখলাম ডাইনিং টেবিলের কাছে
অবিশ্বাস্য এক কাণ্ড ঘটছে।
বিশ্বাস তো আমার চলেই গেছে,
কয়েলের ওপর মশা বসেই আছে!
এর চেয়ে মাছিই ভালো
ভনভনিয়ে উড়েই গেল,
মশার জ্বালায় আমি শেষ,
তাহলে কি করবো বলো বাংলাদেশ?
———————-
সিমরা সিরাজ সোহা
অষ্টম শ্রেণী, ঢাকা।
আরও পড়ুন..
‘রিচিতো ধানসিড়ি’ কবি টি এম মিলজার হোসেনের কবিতা
কবি টিএম মিলজার হোসেনের কবিতা ‘মৃত্তিকা’
কবি লিটন রাকিবের কবিতা “বৈশাখ”