বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘জাওয়ান’ নিয়ে উত্তেজনা চরমে। সপ্তাহ খানেক পরই এটি মুক্তি পাচ্ছেবিশ্বব্যাপী। আপাতত শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সংশ্লিষ্টরা।
এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) প্রকাশ করা হয়েছে ছবির তৃতীয় গান ‘নট রামাইয়া ভাস্তাভাইয়া’। যেটি ইতোমধ্যে অন্তর্জালে ঝড় তুলেছে। হিন্দি, তামিল, তেলুগু ভার্সন মিলিয়ে এক দিনেই এর ভিউ ছাড়িয়ে গেছে ৫৪ মিলিয়ন।
মুক্তির আগে ছবির প্রতি দর্শকের আগ্রহ বাড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার ট্রেলার।আগামীকাল বৃহস্পতিবার (৩১শে আগস্ট) আসছে‘জাওয়ান’র সেই ঝলক। তবে সাধারণ উপায়ে নয়, বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা দুবাইয়ের বুর্জ খলিফায় উন্মুক্ত করা হবে ট্রেলারটি। সেখানে উপস্থিত থেকে হাজারো ভক্তের সঙ্গে শাহরুখ নিজেও ট্রেলার উপভোগ করবেন বুর্জ খলিফার বিশালতম এলইডি দেয়ালে।
এ নিয়ে ভক্তদের উদ্দেশে শাহরুখ বলেছেন, “তোমাদের সঙ্গে ‘জাওয়ান’ উদযাপন করবো না, এটা তো অসম্ভব। আসছি আমি বুর্জ খলিফায়, ৩১ শে আগস্ট রাত ৯টায়।”
এদিকে এমন রমরমা অবস্থার মধ্যেই চমকপ্রদ আরেকটি খবর সামনে এলো। জানা গেছে, ‘জাওয়ান’র এক লাখ টিকিট বিনামূল্যে দেওয়া হবে। বিভিন্ন কোম্পানি ইতোমধ্যে টিকিটগুলোর অগ্রিম বুকিং নিয়ে ফেলেছে। তাদের ক্রেতাদেরই দেওয়া হবে এসব টিকিট। খবর বলিউড হাঙ্গামার।
একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, “জাওয়ান’ নিয়ে শাহরুখ খানের সঙ্গে বড় চুক্তি করেছে কয়েকটি ব্র্যান্ড। প্রচারণা পার্টনার হিসেবে তাদের পণ্যের ক্রেতাদের ছবিটির টিকিট দেবে কোম্পানিগুলো। প্রায় এক লাখ টিকিট বুকিং করা হয়েছে।”
ওই সূত্রের মতে, এটি বলিউডের চেনা কৌশল। এর আগেও বিভিন্ন সিনেমার ক্ষেত্রে এরকম টিকিট বিলি করা হয়েছে। সর্বশেষ করন জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার ৫০ হাজার টিকিট বিনামূল্যে মানুষকে দিয়েছিল কয়েকটি ব্র্যান্ড।
‘জাওয়ান’ নির্মাণ করেছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার। এতে শাহরুখের নায়িকা দক্ষিণী লেডি সুপারস্টার হিসেবে পরিচিত নয়নতারা। এছাড়াও আছেন বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি প্রমুখ। প্রায় ৩০০ কোটি রুপির বড় বাজেটে তৈরি করা হয়েছে ছবিটি। আগামী ৭ই সেপ্টেম্বর এটি মুক্তি পাচ্ছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।