পুঁজিবাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের (GPHISPAT) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২২-ডিসেম্বর ২০২২) ও (জুলাই ২০২২-ডিসেম্বর ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
২য় প্রান্তিকে গত ৬ মাসে কোম্পানিটি লোকসান করেছে।
চলতি প্রান্তিকে EPS এবং NOCFPS কমার কারণ হিসাবে কোম্পানিটি জানিয়েছে বৈদেশিক মুদ্রার রূপান্তর হারের উল্লেখযোগ্য বৃদ্ধির, পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে ইপিএস এবং এনএভিপিএস হ্রাস পেয়েছে। যা উৎপাদন ব্যাহত করেছে এবং উৎপাদন খরচও বিরূপ প্রভাব ফেলেছে।
সরবরাহকারী এবং অন্যদের পরিশোধ, বিক্রয় আয়ের বিপরীতে সংগ্রহের চেয়ে বেশি। ফলস্বরূপ এই সময়ের মধ্যে NOCFPS নেতিবাচক হয়েছে।