পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের (GBBPOWER)পাওয়ার ক্রয় এগ্রিমেন্টের (পিপিএ) মেয়াদ শেষ হয়েছে। যার ফলে কোম্পানিটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকবে।
বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) নির্দেশনা অনুযায়ী গত ১৬ জুন ২০২৩ থেকে কোম্পানিটির (২০+/-১০%) মেগাওয়াট ন্যাচারাল গ্যাস ফায়ার পাওয়ার প্লান্টের উৎপাদন বন্ধ রয়েছে।
কোম্পানিটি পিপিএ চুক্তির মেয়াদ বাড়াতে গত ১১ জানুয়ারি ২০২৩ বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ জ্বালানি-খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আবেদন করেছে।
কোম্পানিটি আরও জানিয়েছে যে, পিপিএ মেয়াদ শেষ হওয়ায়, বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনার জন্য বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) বা বিদ্যুৎ শক্তি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্ল্যান্টটি বন্ধ থাকবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।