পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী এবং শক্তি খাতের কোম্পানি জিবিবি পাওয়ারলিমিটেড (GBBPOWER) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের (জানুয়ারী ২০২৩ – মার্চ২০২৩) ও (জুলাই ২০২২ – মার্চ ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
৩০ ই এপ্রিল ২০২৩ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদনপর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
৩য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (জানুয়ারী ২০২৩ – মার্চ ২০২৩) শেয়ার প্রতি আয়(EPS) হয়েছে ০.২৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ০.২৭ টাকা।
অপরদিকে ৩ প্রান্তিক মিলেয়ে গত ৯ মাসে (জুলাই ২০২২ – মার্চ ২০২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ০.৮০ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ০.৮৭ টাকা।
গত ৩১ শে মার্চ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ০.৯৫ টাকা যা আগের বছরে ছিল ০.১৪ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য(NAVPS) হয়েছে ২০.৭৭ টাকা যা আগের বছরে ছিল ২০.৬৫ টাকা।