আজ মঙ্গলবার ১০ জানুয়ারি ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৩৬ টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৬ টির দাম বেড়েছে, ৯৬ টির দাম কমেছে, ১৭৪ টির দাম অপরিবর্তিত ছিল। আজ শেয়ারের দাম শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি বেড়েছে জেএমআই হসপিটালের।
গত কাল সোমবার জেএমআই হসপিটালের ক্লোজিং দাম ছিল ৭৩.৮০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দাম দাঁড়ায় ৮১.১০ টাকা। আজ কোম্পানিটির শেয়ারের দাম ৭.৩০ টাকা বেড়েছে যা শতাংশের দিক দিয়ে ৯.৮৯ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইন্দোবাংলা ফার্মার দাম বেড়েছে ৯.৪৯ শতাংশ, স্কেট্রিমস ৯.৩৮ শতাংশ, নাভানা সিএনজি ৭.০২ শতাংশ, অরিয়ন ফার্মা ৫.০১ শতাংশ, বিডিকম ৪.৬৯,বিএসসি ৪.৩৪ শতাংশ, ফারইস্ট লাইফ ৪.১৭, মুন্নু এগ্রোর ৩.৫৪ শতাংশ দাম বেড়েছে।
উল্লেখ্য, আজ টপ গেইনিং তালিকাতে বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছে। আজ অনেক দিন পরে বাজারে বিভিন্ন খাতের শেয়ারের গতি দেখা গিয়েছে, যা বাজারের জন্যে ইতিবাচক বিষয়।
একটি রেসপন্স
আজ বেশকিছু ছোট ছোট কম দামি শেয়ারের ভালো লেনদেন হয়েছে এটা বাজারের জন্যে ভালো দিক,টাকাটা রোলিং হয়েছে।