আজ বৃহস্পতিবার ১২ই জানুয়ারি ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৩৪ টি প্রতিষ্ঠানের মধ্যে ৫২ টির দাম বেড়েছে, ১১১ টির দাম কমেছে, ১৭১ টির দাম অপরিবর্তিত ছিল।
আজ শেয়ারের দাম শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি বেড়েছে জেএমআই হসপিটালের। গতকাল বুধবার জেএমআই হসপিটালের ক্লোজিং দাম ছিল ৮৫.১০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দাম দাঁড়ায় ৯৩.৩০ টাকা। আজ কোম্পানিটির শেয়ারের দাম ৮.২০ টাকা বেড়েছে, যা শতাংশের দিক দিয়ে ৯.৬৪ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে সানলাইফ ইন্সুইরেন্সের দাম বেড়েছে ৬.৬০ শতাংশ, মালেক স্পিনিং ৫.৯০ শতাংশ, বেঙ্গল উয়িন্ডশোরের ৫.৮৩ শতাংশ, মেঘনা লাইফের ৫.৫৩ শতাংশ, বিজিআইসি ৫.১৯ শতাংশ, বসুন্ধরা পেপার ৫.০১ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৪.৭৬ শতাংশ, নাভানা ফার্মা ৪.৩৮ শতাংশ ও পপুলার লাইফ ইন্সুইরেন্সের ৪.৩৮ শতাংশ দাম বেড়েছে।
উল্লেখ্য, আজ টপ গেইনিং তালিকাতে বিভিন্ন সময় বিভিন্ন খাতের শেয়ার উঠে আসলে ও দিন শেষে ইন্সুইরেন্স খাতের আধিপত্য ছিল। আজ দিন শেষে টপ ২০ গেইনিং তালিকাতে ১২ টি শেয়ার ই ছিল ইন্সুরেন্স খাতের শেয়ার।
এছাড়া ফার্মা, ইঞ্জিনিয়ারিং, পেপার,টেক্সটাইল খাতে ২টি ও সেবা খাত ও আই টি খাতের ১ টি করে শেয়ার টপ ২০ তালিকায় ছিল।