আজ বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল সূচক কিছুটা বাড়লেও লেনদেন নেতিবাচক ধারাতে শেষ হয়েছে।
আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৯০.৬৭ কোটি টাকার শেয়ার। যা গতদিন ছিল ৯৩৪.২৯ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গত দিনের চেয়ে ৩৪৩.৬২ কোটি টাকার কম শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
লেনদেনে আজ মূল সূচক ডিএসইএক্স সূচক ৭.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৬৫.৪৪ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৭.৭৩ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ১.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২০৮.৬০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৬০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৬ টির, কমেছে ১০০ টির এবং অপরিবর্তিত ছিল ১৮৪ টির।
অপর দিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন নেতিবাচক ধারাতে শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮.২৩ পয়েন্ট কমে সূচক অবস্থান করছে ১৮৪৭৬.১৭ পয়েন্টে।
আজ সিএসইতে ১১.৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকাল ছিল ১৭.৮৮ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৬.৪৪ কোটি টাকার কম শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আজ সিএসই তে মোট ১৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৬ টির, কমেছে ৬১ টির এবং অপরিবর্তিত ছিল ৮৯ টির।
আজ উভয় স্টক এক্সচেঞ্জে শুরু থেকে শেষ পর্যন্ত বাজার ওঠা নামার মধ্যে ছিল। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কিছুটা বাড়লেও লেনদেন গত দিনের চেয়ে কমে যায়। অপর দিকে সিএসইতে সূচক ও লেনদেন নেতিবাচক ধারাতেই শেষ করে।
আজ টানা ৬ কর্ম দিবস পর ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন কমেছে। বেশ কিছু হাউজে ঘুরে দেখা গেল বিনিয়োগকারীগন আজ কিছুটা রক্ষনাত্মক ভাবে বাজার পর্যালোচনা করছেন।