ঢাকা শেয়ার বাজার

৮ নভেম্বর ২০২৪ শুক্রবার ২৩ কার্তিক ১৪৩১

ট্রেজারী বন্ড ক্রয় করতে পারবেন সাধারণ বিনিয়োগকারীরা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

বাংলাদেশ ব্যাংকের ট্রেজারী বন্ড ক্রয় করতে পারবেন পুঁজিবাজারের সাধারণবিনিয়োগকারী।

আজ রবিবার ৪ঠা জুন ২০২৩ বিএসইসির চেয়ারম্যান আধ্যাপক শিবলীরুবাইয়াতউলইসলামে সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৮৭১ তম সভায় সংক্রান্ত সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদরেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা তথা বিও হিসাবধারীরা তাদের সংশ্লিষ্ট স্টক ব্রোকারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারী বন্ডের প্রাইমারী অকশনে যেন অংশ গ্রহণ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে (বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জলিমিটেড়, চট্টগ্রাম স্টক এক্সচে্জ পিএলসি, সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড) আলোচনা এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটি প্রসেস ফ্লো এবং নির্দেশনা প্রস্তুতকরা হয় যা অত্র কমিশন সভায় অনুমোদন করা হয়েছে

ফলে সাধারণ বিনিয়োগকারীরা প্রাইমারী অকশনে এক লক্ষ টাকা বা উহার গুণিতক মুল্যের ট্রেজারী বন্ড ক্রয় করতে পারবেন। এতে পুজিবাজারে ট্রেজারী বন্ড বা সরকারি সিকিউরিটিজের যোগান বৃদ্ধি পাবে এবং সেকেন্ডারী মার্কেটেও উক্ত সিকিউরিটিজের লেনদেন বৃদ্ধির মাধ্যমে একটি প্রাণবন্তু বন্ডমার্কেট গড়ে উঠবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!