ঢাকা শেয়ার বাজার

১৬ জুন ২০২৫ সোমবার ২ আষাঢ় ১৪৩২

ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

ডলারের বিনিময় হার বাজারের ওপর পুরোপুরি ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ চুক্তির শর্ত পূরণের অংশ হিসাবে এ সিদ্ধান্ত এসেছে।

আজ বুধবার (১৪ মে) সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গভর্নর ড. আহসান এইচ মনুসর।

বাংলাদেশ ব্যাংকে দুপুর ২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গভর্নর ভার্চুয়ালি এতে যুক্ত হন।

এ সময় গভর্নর বলেন, দেশে চালের দর যেভাবে নির্ধারিত হয়, সেভাবে ডলারের দরও নির্ধারিত হবে। চাহিদা ও যোগানের ভিত্তিতে এটি হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ থাকবে না। তবে ব্যাংকগুলো আগের মতোই প্রতিদিন দুইবার নিজেদের ডলার বেচাকেনার তথ্য ও দর বাংলাদেশ ব্যাংককে জানাবে।

আগামী জুনের মধ্যে আইএমএফসহ বিভিন্ন সংস্থা থেকে বাংলাদেশ ৩৫০ কোটি ডলার ঋণ সহায়তা পাবে বলে জানান গভর্নর। তিনি বলেন, আইএমএফসহ বিশ্বব্যাংক, এডিবি, জাইকাসহ বিভিন্ন সংস্থার ঋণ এর মধ্যে রয়েছে।

ড. আহসান এইচ মনসুর বলেন, গত নয় মাসে বাংলাদেশ ব্যাংক বাজারে কোনো ডলার বিক্রি করেনি। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় আগামী দশ মাসেও কোনো ডলার বিক্রি করতে হবে বলে আমি মনে করি না। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো আছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।