আজ মঙ্গলবার, ৩ রা জানুয়ারি ২০২৩, দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে আজকের টপ টুয়েন্টি গেইনিং লিস্ট ছিল পুরোপুরি ভাবে মিশ্রিত। অনেক দিন পরে টপ টেন তালিকায়, আজ ১ টি ব্যাংক চলে এসেছে, শেয়ার টি হলো ওয়ান ব্যাংক লিমিটেডের। ব্যাংকটির আজ ৯,৫০,৫৯২ টি শেয়ার লেনদেন হয়েছে এবং দাম বেড়েছে ৩.৮৮%
আজ টপ টেন এ প্রথমে ছিল সদ্য আইপিওতে আসা ইসলামি কমার্শিয়াল ইন্সুইরেন্স লিমিটেড। এর পরে ছিল যথাক্রমে বসুন্ধরা পেপার, আমরা নেট, আমরা টেক, বিডিথাই ফুড, এডভেন্ট ফার্মা, বেঙ্গলউয়িন্ড, ওয়ান ব্যাংক ও ইজেনারেশন।
বেশ কিছু বিনিয়োগকারীদের সাথে কথা বলে জানা গেল তাদের আক্ষেপ ঘুরে ফিরে নির্দিষ্ট কিছু শেয়ারই টপ গেইনিং তালিকায় থাকছে বেশ কিছুদিন ধরে।
আজ টপ লুজার তালিকা ছিল মিশ্রিত। তবে টপ লুজার তালিকায় বেশির ভাগ ছিল লোপেইডের শেয়ার।
আজ টপ লুজারের প্রথমেই ছিল অরিয়ন ইনফিউশন কোম্পানি, শেয়ার টি আজ ৭.৪৯ শতাংশ দাম কমেছে।
উল্লেখ্য বেশিরভাগ কোম্পানিই ফ্লোর দামের কাছাকাছি লেনদেন হচ্ছে।
তাছাড়া ১৬৮ কোম্পানির লোয়ার সার্কিট ১% এর জন্যে টপ লুজার তালিকা তেমন কোন গুরুত্ব বহন করেনা। তারপর বেশির ভাগ কোম্পানিই ফ্লোর দামের কাছাকাছি লেনদেন হচ্ছে।