আজ থেকে দেশের প্রধান পুজিঁবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ট্রেডে নতুন আপডেত সফটওয়্যার প্লাটফর্মে লেনদেন হচ্ছে।
মোত্তাই-১ এর (Mottai-1, DSE FlexTP (OMS) ফ্রন্টেন্ডের অ্যাক্সেস গতকাল ২৫ জানুয়ারী, ২০২৩ বিকাল ৩.৩০ টায় বন্ধ করে দেয়া হয়েছে।
আজ থেকে আর কোন ব্রোকার হাউজের ব্যবহারকারী Mottai-1 এ লগইন করতে পারবেন না। বিষয়টি আগেই তাদের জানানো হয়েছে, এবং অনলাইনে প্রশিক্ষণ দেয়া হয়েছে আগেই। আজ ২৬ জানুয়ারী, ২০২৩ থেকে শুধুমাত্র Mottai-2 প্রবেশ করে লেনদেন করতে হবে।
এরই ধারাবাহিকতায় আরো জানানো হয়েছে, আগামি কিছু দিনের মধ্যে মোবাইল এপসেও আপডেট আসবে। যে বিনিয়োগকারীরা মোবাইল ফোন এপস ব্যাবহার করেন, তাদের এই বিষয়ে পরে জানানো হবে।
এই বিষয়ে প্রয়োজনীয় যে কোন সহায়তার জন্য আবেদন সহায়তা বিভাগ, আইসিটি বিভাগ, ডিএসই-এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
উল্লেখ্য আজ নতুন প্লাটফর্মে লেনদেন হবার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের গতি বেশ কমে গিয়েছে। আজ বেশ কয়েকটি হাউজ ঘুরে দেখা গেল অনেক ট্রেডারগন নতুন প্লাটফর্মে লেনদেন করতে হিমশিম খাচ্ছেন।
3 Responses
ধন্যবাদ
আমার ট্রেডার কে ফোন দিলাম শেয়ার কিনতে পারলো না,বল্লেন ভাই আজ একটু কস্ট করেন। অনেকেরই ট্রেড করতে প্রব্লেম হয়েছে শুনেছি
আপনার ট্রেডার নিয়মিত আপডেট হন না এবং তিনি কয়েকবার অনুষ্ঠিত ট্রেনিং প্রোগ্রামে এটেন্ড করেনি এটা তার অপারগতা হিসেবে গণ্য হবে। আপনি চাইলে সিকিউরিটিস হাউস পরিবর্তন করে নিতে পারেন।