আজ মঙ্গলবার ৩১ জানুয়ারী ২০২৩, দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৬০ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ১২৫.৩৩ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৫৭ টি কোম্পানির ট্রেড হয়েছে ৩৮.৬৩ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ৮৬.৭০ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফাইনান্স লিমিটেডের(IPDC), লেনদেন হয়েছে মোট ৭২.৩৪ লাখ। এর পরে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজের ৫৩.৭৭ লাখ, ব্যাংক এশিয়ার ৭.৪১ লাখ, সি পার্লের ৫.৯৬ লাখ ও সিলকো ফার্মার ৫.২৩ লাখ শেয়ারের।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফাইনান্স লিমিটেডের (IPDC), এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে ফরচুন সুজ, সিপার্ল, স্কয়ার ফার্মা ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবেলের।
আজ ব্লকে ১২৫.৩৩ কোটির লেনদেন এর মধ্যে শুধুমাত্র আইপিডিসি ফাইনান্স লিমিটেড, ফরচুন সুজ ও সি পার্ল এই ৩ টি কোম্পানিরই লেনদেন হয়েছে প্রায় ৯৮ কোটি।
উল্লেখ্য, আজকের ব্লক লেনদেনে সর্বোচ্চ লেনদেন হওয়া দুটি কোম্পানিই মূল বাজারে ফ্লোরে আটকে আছে বহুদিন যাবৎ।