আজ ১২ই ফেব্রুয়ারী ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৫৮ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৪৫.৫৯ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৪৯ টি কোম্পানির ট্রেড হয়েছে ৬০.৩৭ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ১৪.৭৮ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আলহাজ্ব টেক্সটাইল লিমিটেডের(AL-HAJTEX), লেনদেন হয়েছে মোট ১২.৬৬ লাখ শেয়ার। এর পরে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের ১০.২৫ লাখ, মজাফফর স্পিনিং মিলের ৪.৭৪ লাখ, মেট্রো স্পিনিং এর ৩.৬০ লাখ ও বিডি ফাইনান্সের ৩.১১ লাখ শেয়ার।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আলহাজ্ব টেক্সটাইল লিমিটেডের (AL-HAJTEX) লেনদেন হয়েছে। এর পরেই সিপার্ল বিচ, স্কয়ার ফার্মা, সাবমেরিন ক্যাবেল ও মেট্রো স্পিনিং এর।
উল্লেখ্য আজ ব্লকে ৪৫.৫৯ কোটির লেনদেন এর মধ্যে আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড কোম্পানিরই লেনদেন হয়েছে প্রায় ১৬.৪৯ কোটি টাকার। আজকের ব্লক মার্কেটে লেনদেন হওয়া মোট টাকার প্রায় ২৮% এর টাকার একটি কোম্পানির লেনদেন হয়েছে।