আজ ২২ শে ফেব্রুয়ারী ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৫৪ টি শেয়ারের মোট লেনদেন হয়েছ ৬৩.১৬ কোটি টাকা।
গতকাল ব্লকে মোট ৪৯ টি কোম্পানির ট্রেড হয়েছিল ৪৪.০৭ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ১৯.০৯ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংকের(IFIC), লেনদেন হয়েছে ১৩.০৫ লাখ, এর পরে বেশি লেনদেন হয়েছে ঢাকা ইন্সুরেন্সের ৯.৯০ লাখ, স্কয়ার ফার্মার লেনদেন হয়েছে ৮.২১ লাখ, জেনারেশন নেক্সট এর ৫.৫০ ও মেট্রো স্পিনিং এর ৫.৪৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার (SQURPHARMA), এর পরে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে ঢাকা ইন্সুরেন্সের, বিকন ফার্মার, সি পার্লের ও রুপালী লাইফের।