আজ ১৬ জানুয়ারী ২০২৩, দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৭৪ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৭০.০৩ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৬৪ টি কোম্পানির ট্রেড হয়েছে ৬৩.৩৩ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ৬.৩৭ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফাইনান্সের(IPDC),
মোট ১৭.৯১ লাখ। এর পরে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের ১০.৯২ লাখ, ব্রাক ব্যাংকের ৫.৩০ লাখ, পাওয়ার গ্রীড ২.৬৫ লাখ ও ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ১.৪৩ লাখ শেয়ারের।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে আইপিডিসি ফাইনান্সের, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, স্কয়ার ফার্মা ও গ্রামিন ফোন ইত্যাদির।
উল্লেখ্য, আজ ব্লকে ৭০.০৩ কোটির লেনদেনের মধ্যে শুধুমাত্র বেক্সিমকো লিমিটেডেরই ১১.৭২ কোটি টাকার লেনদেন হয়েছে।
আজ ডিএসইর মোট লেনদেন ৭১৩.৭৬ কোটি টাকা। এর মধ্যে শুধু ব্লকের লেনদেনই ৭০.০৩ কোটি টাকা। সে হিসাবে আজ ডিএসইর মূল লেনদেন ৬৪৩.৭৩ কোটি টাকা। যা গতকাল ছিল ৬৪৭.৯৬ কোটি টাকা মাত্র। সে হিসাবে আজ ডিএসইর মূল লেনদেন কমেছে গতকালের চেয়ে ৪.২৩ কোটি টাকা।