আজ ১৭ জানুয়ারী ২০২৩, দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৭৮ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৬৪.৯২ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৭৪ টি কোম্পানির ট্রেড হয়েছে ৭০.০৩ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ৫.১১ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে (শীর্ষ ৫টি) সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের(SBACBANK) লেনদেন হয়েছে মোট ২০.৮১ লাখ। এর পরে বেশি লেনদেন হয়েছে মেট্রো স্পিনিং এর ১৯.২২ লাখ, বেক্সিমকো লিমিটেডের ১২.৯৭ লাখ, বিডি ফাইনান্সের ১০.৪৫ লাখ ও সি পার্লের ৪.৪৩ লাখ শেয়ারের।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে (শীর্ষ ৫টি) বেক্সিমকো লিমিটেডের পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে সি পার্লে, মেট্রো স্পিনিং মিল লিমিটেড, বিডি ফাইনান্সে ও স্কয়ার ফার্মার।
উল্লেখ্য আজ ব্লকে ৬৪.৯২ কোটির লেনদেন এর মধ্যে শুধুমাত্র বেক্সিমকো লিমিটেডেরই ১৩.৫৮ কোটি টাকার লেনদেন হয়েছে।