আজ রবিবার ৫ই মার্চ ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৪০ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫২ টির দাম বেড়েছে। আজ শেয়ারের দাম শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি বেড়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (MEGNAPET), গত কাল কোম্পানিটির ক্লোজিং দাম ছিল ৩০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দাম দাঁড়ায় ৩৩ টাকা। আজ কোম্পানিটির শেয়ারের দাম ৩ টাকা বেড়েছে, যা শতাংশের দিক দিয়ে ১০ শতাংশ বেড়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫.৯০ টাকা বা ৯.৯৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৬৫.১০ টাকা দামে লেনদেন হয়েছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে উসমানিয়া গ্লাস সিট ফ্যাক্টরি লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ৫ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৫.২০ টাকা দামে লেনদেন শেষ হয়। ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা টপ ১০ তালিকাতে থাকা অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে রয়েছে শ্যামপুর সুগার মিল ৯.৯৪, ইস্টার্ন হাউজিংয়ের ৯.৯২, বসুন্ধরা পেপার মিলসের ৯.৮৬, লিগ্যাসি ফুটওয়্যারের ৯.৮০, জেএমআই হসপিটালের ৯.৮০, সমতা লেদার কমপ্লেক্সের ৯.৭২ নাভানা ফার্মার ৯.৬৪ শতাংশ। উল্লেখ্য, আজ টপ গেইনিং তালিকাতে বিভিন্ন সময় বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছে, যা শেষ পর্যন্ত ছিল। আজ শেষ পর্যন্ত ১৫ টি শেয়ারের কোন বিক্রেতাই ছিল না।