গতকাল রবিবার,২ এপ্রিল ,ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃত্বে গতকাল এক্সচেঞ্জটির নবগঠিত পরিচালনা পর্ষদ ও ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক মোহাম্মদ শাহজাহান, মোঃ শাকিল রিজভী, মোঃ সিদ্দিকুর রহমান, শরীফ আনোয়ার হোসেন ,বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ডএক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলামেরসঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন৷ এ সময় অন্যদের মধ্যে বিএসইসির কমিশনার অধ্যাপকড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান, মো. আব্দুল হালিম, ড. রুমানা ইসলাম ওনির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান উপস্থিত ছিলেন।
ডিএসইর নতুন পর্ষদ ও বিএসইসির চেয়ারম্যানের সাথে এটা ছিল সৌজন্যে সাক্ষাৎ ,তারা পুঁজিবাজারের উন্নয়নের জন্যে এক হয়ে কাজ করে পুঁজিবাজারের উন্নতি করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ।