আজ ৯ এপ্রিল ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৬৪ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৩৮.১২ কোটি টাকা। গত কর্মদিবসে ব্লকে মোট ৬৬ টি কোম্পানির ট্রেড হয়েছে ৯৫.৪০ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ৫৭.৬৮ কোটি টাকা।
আজকের ব্লক মার্কেটে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফিনিক্স ফাইনান্স ফাস্ট মিচুয়াল ফান্ডের (PFISTMF), লেনদেন হয়েছে ২০.২০ লাখ। এর এর পরেই বেশি লেনদেন হয়েছে এসোসিয়েট অক্সিজেনের ৫.৮২ লাখ, মিডল্যান্ড ব্যাংক ৫.৪০ লাখ, বিএসআরএম লিমিটেডের ৪.৪২ লাখ ও বেক্সিমকো লিমিটেডের লেনদেন হয়েছে ৪.১৪ লাখ শেয়ারের।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের (BEXIMCO), এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে সী পার্ল বিচ, বিএসআরএম লিমিটেড, জেমিনি সি ফুড ও অরিয়ন ফার্মার।