আজ রবিবার ১৬ই এপ্রিল ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৫৪ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৩৫.৬৭ কোটি টাকা। গত কর্মদিবসে ব্লকে মোট ৪৮ টি কোম্পানির ট্রেড হয়েছে ২৮.৩৯ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ৭.২৮ কোটি টাকা।
আজকের ব্লক মার্কেটে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (NBL), লেনদেন হয়েছে ১ কোটি ৫৯ লাখ। এর পরেই বেশি লেনদেন হয়েছে সিলভা ফার্মাসিউটিক্যালস ৭.২৫ লাখ, ব্যাংক এশিয়া ৪ লাখ, ন্যাশনাল পলিমার ৩.৪৬ লাখ ও মেট্রোস্পিনিং এর লেনদেন হয়েছে ৩.৪১ লাখ শেয়ারের।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (NBL)। এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে সী পার্ল বিচ, স্কয়ার ফার্মা ,সিলভা ফার্মাসিউটিক্যালস ও মেট্রোস্পিনিং এর।