আজ ২৭শে ফেব্রুয়ারী ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৪৬ টি শেয়ারের মোট লেনদেন হয়েছ ৩২.৭১ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৪৬ টি কোম্পানির ট্রেড হয়েছিল ৩৫.৫২ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ২.৮১ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার (BXPHARMA)
লেনদেন হয়েছে ৫.১০ লাখ, এর পরে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের ৪.২২ লাখ, বিডি থাই ফুডের লেনদেন হয়েছে ৩.৪০ লাখ, জেনারেশন নেক্সট এর ২.৬০ ও আরডি ফুডের এর ২.৫০ লাখ শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার (BXPHARMA), এর পরে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে সিপার্ল বিচের, আলহাজ্ব টেক্সটাইলের, এডিএন টেলিকমের ও বিকন ফার্মার।