আজ বৃহস্পতিবার ৫ই মার্চ ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৫৭ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৯৩.৬০ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৩৫ টি কোম্পানির ট্রেড হয়েছিল ৬৫.১৪ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ২৮.৪৬ কোটি টাকা। আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সি পার্ল বিচের (SEAPEARL), লেনদেন হয়েছে ২১.২৯ লাখ, এর পরেই বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিলের ২১.০৭ লাখ, ব্যাংক এশিয়ার ৯.৮৮ লাখ, আরডি ফুডের ৩.৭২ লেনদেন হয়েছে ও মেট্রো স্পিনিং এর লেনদেন হয়েছে ৩.২৯ লাখ। এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সি পার্ল বিচের (SEAPEARL), এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে ডমিনেজ স্টিল, আলহাজ্ব টেক্সটাইল, স্কয়ার ফার্মা, বেক্সিমকো লিমিটেড ও বিকন ফার্মার। আজকের ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬০ শতাংশের ও বেশি লেনদেন হয়েছে সি পার্ল বিচের (SEAPEARL), আজ কোম্পানিটির ৫৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।