ডিএসইর ব্লক মার্কেটে একটি কোম্পানির রেকর্ড পরিমান লেনদেন
মার্চ ২, ২০২৩
৪:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার
সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন facebook.com/dhakasharebazar2024
আজ বৃহস্পতিবার ২রা মার্চ ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৩৫ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৬৫.১৪ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৫৪ টি কোম্পানির ট্রেড হয়েছিল ৫৯.৫৮ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ৫.৫৬ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এডিএন টেলিকম লিমিটেডের (ADNTEL) লেনদেন হয়েছে ২৮.৩৭ লাখ, এর পরে বেশি লেনদেন হয়েছে ঢাকা ইন্সুরেন্সের ১২.২৫ লাখ, বারাকস পাওয়ারের ১০.২৫ লাখ, এনসিসি ব্যান গকের লেনদেন হয়েছে ৬.২৭ লাখ ও আলহাজ্ব টেক্সটাইলের লেনদেন হয়েছে ৩.৬৮ লাখ।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এডিএন টেলিকম লিমিটেডের (ADNTEL), এর পরে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে ঢাকা ইন্সুরেন্সের, আলহাজ্ব টেক্সটাইলের, সিপার্ল বিচের ও সোনালী পেপারের।
আজকের ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫০ শতাংশের ও বেশি লেনদেন হয়েছে এডিএন টেলিকমের। আজ কোম্পানিটির ২৮.৩৭ লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারী এডিএন টেলিকম এর দুই জন উদ্যোক্তা ২৫.৫৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন।যা ব্লক মার্কেটের মাধ্যমে বিক্রি করবেন বলে জানিয়েছেন ।ধারণা করা হচ্ছে উক্ত উদ্যোক্তাদের শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন বলে ধারণা করছেন বাজার সংশ্লিষ্ট একজন অভিজ্ঞ বিনিয়োগকারী।