আজ ১৫ই মার্চ ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৫৬ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ১৩২.০৬ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৫৬ টি কোম্পানির ট্রেড হয়েছিল ১৪১.৫৪ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ৯.৪৮ কোটি টাকা।
আজকের ব্লক মার্কেটে ভলিউমের দিক দিয়ে সব চেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো সুকুকের (BEXGSUKUK), লেনদেন হয়েছে ৫৬ লাখ। এর পরেই বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার ৩৫.১৫ লাখ, বারাকা পাওয়ারের ১৩.২৫ লাখ, ইন্ট্রাকোর লেনদেন হয়েছে ৬.২০ লাখ ও আলহাজ্ব টেক্সটাইলের লেনদেন হয়েছে ৫.৫৮ শেয়ারের।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো সুকুকের(BEXGSUKUK), এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার, আলহাজ্ব টেক্সটাইল লিমিটেডের, বিএসআরএম লিমিটেডের ও বেক্সিমকো লিমিটেডের।
আজ বুধবার ডিএসইর মূল লেনদেনের প্রায় ২২ শতাংশই লেনদেন হয়েছে ব্লক মার্কেটের মাধ্যমে।
আজ ব্লক মার্কেটে বেক্সিমকো গ্রুপের ৩ টি কোম্পানির লেনদেন হয়েছে প্রায় ৯৯ কোটি (বেক্সিমকো সুকুকের ৪৭.৬০ কোটি টাকার, বেক্সিমকো ফার্মার ৪৭.৪৬ কোটি টাকার এবং বেক্সিমকো লিমিটেডের লেনদেন হয়েছে ৩.৫৮ কোটি টাকার) ৯৮.৬৪ কোটি টাকার।
উল্লেখ্য, বেক্সিমকো ফার্মার ব্লক মার্কেটে লেনদেন হবার মূল কারণ একজন উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রি। গত ১৩ মার্চ একজন পরিচালক ব্লক মার্কেটে ১.৭০ কোটি শেয়ার বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন। গতকাল ও আজ মিলে কোম্পানিটির ৭০.১৫ লাখ শেয়ার ব্লক মার্কেটের মাধ্যমে লেনদেন হলো।