আজ ২০ শে মার্চ ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৪৩ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ১০৮.৩৩ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৫১ টি কোম্পানির ট্রেড হয়েছিল ১৩৯.৭৪ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ৩১.৪১ কোটি টাকা।
আজকের ব্লক মার্কেটে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো সুকুকের (BEXGSUKUK), লেনদেন হয়েছে ৪৭.৮৩ লাখ। এর পরেই বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার ৩০.০৯ লাখ, সান লাইফ ইন্সুরেন্স ৪.৫০ লাখ, আই এফ আইসি ব্যাংকের লেনদেন হয়েছে ২.৯৮ লাখ ও সালভো ক্যামিকেলের লেনদেন হয়েছে ২.৫৭ লাখ শেয়ারের।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো সুকুকের (BEXGSUKUK),এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা (BXPHARMA), বিকন ফার্মা, সিপার্ল বিচ ও স্কয়ার ফার্মার।
আজ বুধবার ডিএসইর মূল লেনদেনের ৩১ শতাংশই লেনদেন হয়েছে ব্লক মার্কেটের মাধ্যমে।
আজ ব্লক মার্কেটে বেক্সিমকো গ্রুপের ২ টি কোম্পানির লেনদেন হয়েছে ৮১.২৮ কোটি (বেক্সিমকো সুকুকের ৪০.৬৫ কোটি ও বেক্সিমকো ফার্মার ৪০.৬৩ কোটি) কোটি টাকার।
উল্লেখ্য, বেক্সিমকো ফার্মার ব্লক মার্কেটে লেনদেন হবার মূল কারণ একজন উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রি। গত ১৩ মার্চ একজন পরিচালক ব্লক মার্কেটে ১.৭০ কোটি শেয়ার বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন। গত মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, রবিবার ও আজ সোমবার মোট ৫ দিন মিলে কোম্পানিটির ১ কোটি ৭০ লাখ শেয়ার ব্লক মার্কেটের মাধ্যমে লেনদেন হলো। হিসাব অনুযায়ী উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রি আজ শেষ হলো।