আজ ২৯ মার্চ ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৪৭ টি শেয়ারেরমোট লেনদেন হয়েছে ৩৭.৩৬ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৪৯ টি কোম্পানির ট্রেডহয়েছে ৩০.৭১ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ৬.৬৫ কোটিটাকা।
আজকের ব্লক মার্কেটে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসিফাইনান্সের (IPDC)লেনদেন হয়েছে ১৪.৪০ লাখ,এর এর পরেই বেশি লেনদেন হয়েছেপ্যাসিফিক ডেনিমের ৪.২৮ লাখ,আলহাজ্ব টেক্সটাইল ২.৬৫ লাখ,স্কয়ার ফার্মার লেনদেনহয়েছে ২.৬৪ লাখ ও আমরা নেটওয়ার্কস এর লেনদেন হয়েছে ১.৬৯ লাখ শেয়ারের।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফাইনান্সের(IPDC) এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে জেমিনি সি ফুডের, স্কয়ার ফার্মার, আলহাজ্ব টেক্সটাইল ও আনোয়ার গ্যালভানাইজিংয়ের।
উল্লেখ্য আজ ব্লক মার্কেটে ৭ টি শেয়ারের লেনদেন হয়েছে ফ্লোর প্রাইজের চেয়ে ৭/১০ শতাংশ কম দামে লেনদেন হয়েছে।