আজ ১৬ই ফেব্রুয়ারী ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৪৯ টি শেয়ারের মোট লেনদেন হয়েছ ৩০.৮৯ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৫৭ টি কোম্পানির ট্রেড হয়েছে ৬৩.৬৩ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ৩২.৭৪ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ঢাকা ইন্সুরেন্স লিমিটেডের (DHAKAINS), লেনদেন হয়েছে ৭.৫২ লাখ। এর পরে বেশি লেনদেন হয়েছে জেনারেশন নেক্সট লিমিটেডের ৪.৫০ লক্ষ্য, আইপিডিসি ফাইনান্স লিমিটেডের লেনদেন হয়েছে ৩.৯৫ লক্ষ্য, আরডি ফুডের ৩.৪৯ লক্ষ্য ও স্কয়ার টেক্সটাইল লিমিটেডের ২.৫০ লক্ষ্য শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ঢাকা ইন্সুরেন্স লিমিটেডের(DHAKAINS), এর পরে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার, আইপিডিসি ফাইনান্স লিমিটেডের, বিএটিবিসির ও স্কয়ার টেক্সটাইল লিমিটেডের।