আজ ১৫ই ফেব্রুয়ারী ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৫৭ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৬৩.৬৩ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৭২ টি কোম্পানির ট্রেড হয়েছে ৪০.৩৬ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ২৩.২৭ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফাইনান্স লিমিটেডের (IPDC), লেনদেন হয়েছে ২৬.৬৫ লাখ,
এর পরে বেশি লেনদেন হয়েছে বিডি কম অনলাইনের ১৭.৪০ লাখ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৭.৯১ লাখ, ন্যাশনাল ব্যাংকের ৭.৪০ ও জেনারেশন নেক্সট লিমিটেডের ৩.৬০ লাখ শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের (ANWARGALVA)। এর পরে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে আইপিডিসি ফাইনান্স লিমিটেডের, বিডি কম অনলাইনের, এডিএন টেলিকমের ও আলহাজ্ব টেক্সটাইল লিমিটেডের।
উল্লেখ্য, আজ ব্লকে মার্কেটে মোট ৬৩.৬৩ কোটি টাকা লেনদেনের মধ্যে শুধু দুটি কোম্পানি আইপিডিসি ফাইনান্স ও আনোয়ার গ্যালভানাইজিংইয়েরই লেনদেন হয়েছে ৩১.৫২ কোটি টাকা, যা মোট ব্লক ট্রেডের ৫০ শতাংশ।