আজ রবিবার ৫ই জুন ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টকএক্সচেঞ্জে ব্লক মার্কেটে ১০৭ শেয়ারের মোট লেনদেন হয়েছে ৭৫.২৮ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৮৭ কোম্পানির লেনদেন হয়েছিল ১৯৬.২৯ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ১২১.০১ কোটি টাকার।
আজকের ব্লক মার্কেটে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এসোসিয়েট অক্সিজেনের, লেনদেন হয়েছে ৩৮.৩৬ লাখ শেয়ারের। এর পরেই বেশি লেনদেন হয়েছে সিএনএ টেক্সটাইল এর ১৬.৬২ লাখ, ইজেনারেশনের লেনদেন হয়েছে ৯.৩৯ লাখ, ডমিনেজ স্টিলের লেনদেন হয়েছে ৬.০৯ লাখ ও সিমটেক্সের লেনদেন হয়েছে লেনদেন হয়েছে ৫.৯৪ লাখ শেয়ারের।
আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন এসোসিয়েট অক্সিজেনের, আজ কোম্পানিটির ১২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এরপরে বেশি লেনদেন হয়েছে গ্রামীণ ফোনের ৭ কোটি ০৪ লাখ টাকার শেয়ার, লেনদেন করে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছে।
ব্রিটিশ আমিরিকান টোব্যাকো লিমিটেডের ৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এর পরে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে এমারেল্ড অয়েলের ৫.৪৯ কোটি টাকার ও ই জেনারেশন এর লেনদেন হয়েছে ৪.০২ কোটি টাকার