আজ ৭ ফেব্রুয়ারী ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৬২ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৬৩.২৫ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৬৫ টি কোম্পানির ট্রেড হয়েছে ৭৬.৩৭ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ১৩.১২ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিডি ফাইনান্স লিমিটেডের (BDFIN), লেনদেন হয়েছে মোট ২১ লাখ শেয়ার। এর পরে লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের ১২ লাখ, বারাকা পাওয়ারের ৯.২৫ লাখ, সিপার্লের ৮.৬৫ লাখ ও ব্যাংক এশিয়ার ৬ লাখ শেয়ার।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিপার্ল বিচের (SEAPEARL)। এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে বিডি ফাইনান্সের, স্কয়ার ফার্মার, গ্রামিন ফোনের ও বেক্সিমকো ফার্মার।
আজ ব্লকে ৬৩.২৫ কোটির লেনদেন এর মধ্যে শুধুমাত্র সিপার্ল বীচ কোম্পানিরই লেনদেন হয়েছে প্রায় ২২.৬১ কোটি।
উল্লেখ্য, আজকের ব্লক মার্কেটে লেনদেন হওয়া মোট টাকার প্রায় ৩৫%ই একটি কোম্পানির লেনদেন।
বর্তমানে বাজারে লোক মুখে কথিত আছে যে, ব্লক মার্কেটের মাধ্যমেই বিভিন্ন সময় গেইম হওয়া শেয়ার গুলি জেনে-বুঝেই বিভিন্ন বিনিয়োগকারীদের কোডে পার্কিং করিয়ে দেয় এক শ্রেণির সুবিধাভোগী, বাজার ম্যানুপুলেটকারীদের লোকজন।
ব্লকে মার্কেটে কমে কিনে মূল বাজারে কৃত্রিম চাহিদা সৃষ্টি করে বিনিয়োগকারীদের আকর্ষিত করে, বিনিয়োগকারীদের বিভিন্ন সময় বাজার মেনুপুলেটকারীরা শেয়ার ধরিয়ে দিচ্ছে।