আজ সোমবার ১৬ জানুয়ারী ২০২৩, সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল সূচক শুরু থেকেই ওঠানামার মধ্য দিয়ে চলছে।সূচকের ওঠানামা থাকলেও , লেনদেন শুরু থেকেই ইতিবাচক ধারাতে চলছে।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। আজ সকাল ১১টা পর্যন্ত প্রথম ১ ঘন্টাতে ডিএসইতে ২৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্টে কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৮ পয়েন্টে। অন্য সূচক গুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৩৫ পয়েন্ট বেড়ে ১৩৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২০৫ পয়েন্টে।