আজ বৃহস্পতিবার ১ লা জুন ২০২৩, মাসের প্রথম দিন বাজার ছিল ভীষণ রকম মিশ্রিত। আজ একেক সময় বিভিন্ন খাতের শেয়ার দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় আসা যাওয়ার মধ্যে ছিল,তবে দিন শেষে লাইফ ইন্সুইরেন্স খাতের শেয়ার শীর্ষে ছিল।
আজ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ৮ টি খাতের শেয়ার থাকলে ও আজ ডিএসইর দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় লাইফ ইন্সুইরেন্স খাতের আধিপত্য দেখা গেল।
আজ লাইফ ইন্সুইরেন্স খাতের পাশাপাশি অনেক দিন পরে সিমেন্ট খাতের দুটি শেয়ার উঠে এসেছে।
আজ লেনদেন ছিল পুরোপুরিভাবে মিশ্রিত।একেক সময় এক এক খাতের শেয়ার দাম বৃদ্ধি পাওয়াতে যারা ট্রেডিং করে তাদের জন্যে আজ বাজার ছিল দুঃস্বপ্নের মত,দিনের শুরুতে যে শেয়ার ট্রেন্ডে ছিল ১ ঘন্টা যেতে না যেতেই সেই সব শেয়ার দাম পতনে চলে গেলে বিভ্রান্ত হয়ে গিয়েছে বহু বিনিয়োগকারী।