আজ বুধবার ১২ই এপ্রিল ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৫১ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৫৭.৭৭ কোটি টাকা। গত কর্মদিবসে ব্লকে মোট ৬৩ টি কোম্পানির ট্রেড হয়েছে ৪২.৫৭ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ১৫.২০ কোটি টাকা।
আজকের ব্লক মার্কেটে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের(NBL), লেনদেন হয়েছে ১ কোটি ২৯ লাখ, এর পরেই বেশি লেনদেন হয়েছে সানলাইফ ইন্সুইরেন্স ৮.০৬ লাখ, আমরা নেটওয়ার্কের ৭.১৮ লাখ, আলহাজ্ব টেক্সটাইলের লেনদেন ৪.২৯ লাখ ও সী পার্ল বিচের লেনদেন হয়েছে ৪.১১ লাখ শেয়ারের।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সীপার্ল বিচের (SEAPEARL), এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, আলহাজ্ব টেক্সটাইল, আমরা নেটওয়ার্কস ও সানলাইফ ইন্সুইরেন্সের।