আজ বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৩৪ টি প্রতিষ্ঠানের মধ্যে ৪০ টির দাম বেড়েছে, ১২৭ টির দাম কমেছে, ১৬৭ টির দাম অপরিবর্তিত ছিল।
আজ শেয়ারের দাম শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি বেড়েছে প্রগতি লাইফ ইন্সুরেন্সের। গতকাল মঙ্গলবার প্রগতি লাইফ ইন্সুরেন্স ক্লোজিং দাম ছিল ১৩০.৯০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দাম দাঁড়ায় ১৪০.৭০ টাকা। আজ কোম্পানিটির শেয়ারের দাম ৯.৮০ টাকা বেড়েছে যা শতাংশের দিক দিয়ে ৭.৪৯ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে সিপার্লের দাম বেড়েছে ৫.৪১ শতাংশ, জেএমআই হসপিটালের ৪.৯৩ শতাংশ, ইউনিক হোটেলের ৩.৫৮ শতাংশ, বিএসসির ৩.৫৮ শতাংশ, মেট্রো স্পিনিং ৩.০৪ শতাংশ, এডিএন টেলিকমের ২.৭৫ শতাংশ ও বসুন্ধরা পেপার ২.৭৫ শতাংশ দাম বেড়েছে।
উল্লেখ্য, আজ টপ গেইনিং তালিকাতে বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছিল সকালে। কিন্তু দিন শেষে টপ ২০ গেইনিং তালিকাতে ইন্সুরেন্স খাতের আধিপত্য ছিল। আজ টপ ২০ গেইনিং তালিকার ১১ টি শেয়ার ই ছিল ইন্সুরেন্স খাতের শেয়ার।