আজ বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩, দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৫৩ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৫৭.১৯ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৫৯টি কোম্পানির ট্রেড হয়েছে ১০৮.২৪ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ৫১.০৫ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের (BEXIMCO), লেনদেন হয়েছে মোট ২০.৪১ লাখ। এর পরে বেশি লেনদেন হয়েছে ইন্ট্রাকো ৬.২৮ লাখ, সালভো ক্যামিকেল ৩.১৯ লাখ, পাওয়ার গ্রীড ২.৬৫ লাখ ও বেঙ্গল উয়িন্ডোশরের ২.১০ লাখ শেয়ারের।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে সিপার্ল, সোনালি পেপার,ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স ও ইন্ট্রাকোর।
উল্লেখ্য আজ ব্লকে ৫৭.১৯ কোটির লেনদেন এর মধ্যে শুধুমাত্র বেক্সিমকো লিমিটেডের ই ২৩.০৬ কোটি টাকার লেনদেন হয়েছে।
আজ ডিএসইর মোট লেনদেন ৫০৭.৫৭ কোটি টাকা। এর মধ্যে শুধু ব্লকের লেনদেন ই ৫৭.১৯ কোটি টাকা। সে হিসাবে আজ ডিএসইর মূল লেনদেন ৪৫০.৩৮ কোটি টাকা। যা গতকাল ছিল ৪২৪.১৭ কোটি টাকা মাত্র। সে হিসাবে আজ ডিএসইর মূল লেনদেন বেড়েছে গতকালের চেয়ে ২৬.২১ কোটি টাকা।