আজ ২১ ডিসেম্বর ২০২২, বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক চরম নেতিবাচক ধারায় শেষ হয়েছে। যদিও আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন গতদিনের চেয়ে কিছুটা বেড়েছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৩৩.৫৮ কোটি টাকার শেয়ার।
যা গতদিন ছিল ৩২২.৪১ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গতদিনের চেয়ে ১১.১৭ কোটি টাকার বেশি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
লেনদেনে আজ মূল সূচক ডিএসইএক্স সূচক ২৭.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১৯৮.৮২ পয়েন্টে।
এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৫.২৫ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ৬.৪৩ পয়েন্ট কমে দাড়িয়েছে ২১৯৩.০৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ২৮৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯ টির, কমেছে ৭৩ টির এবং অপরিবর্তিত ছিল ২০৩ টির।
অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনে ব্যাপক নেতিবাচক ছিল। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭৬ পয়েন্ট কমে সূচক অবস্থান করছে ১৮৩০৭.৯৩ পয়েন্টে।
আজ সিএসইতে ৬.৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকাল ছিল ৮.৪০ কোটি টাকা। আজ সিএসইতে গতদিনের চেয়ে ১.৭৯ কোটি টাকার কম শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আজ সিএসই তে মোট ১৪১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬ টির, কমেছে ৫২ টির এবং অপরিবর্তিত ছিল ৮৩ টির।
উল্লেখ্য আজ নতুন করে অনেকগুলি শেয়ার ফ্লোর প্রাইজে নেমেছে।