পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্র খাতের কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের (TAMIJTEX) অনুমোদিত মূলধনের বৃদ্ধি করেছে।
কোম্পানি জানিয়েছে যে, অনুমোদিত মূলধন ৩৫ (পঁয়ত্রিশ কোটি) থেকে ১০০ (একশ কোটি) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে যা জয়েন্ট রেজিস্ট্রার দ্বারা অনুমোদিত হয়েছে স্টক কোম্পানি ও ফার্ম (RJSC) থেকে অনুমোদিত হয়েছে।