২০২০ সালে বিশ্বব্যাপী মহামারি করোনা সময়ে সারা বিশ্বে অফিস আদালত সহ যাবতীয় সমস্ত কার্যক্রম অনলাইনে করা হতো স্বাস্থ্য নিরাপত্তার খাতিরে।
সারা বিশ্ব থেকে করানো মহামারি ভয়াবহতা কমে গেছে তাও প্রায় চার বছর হল। আর কোথাও করোনা মহামারি নিয়ে কোনো বাধ্যবাধকতা বা নিয়মকানুন নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা বিষয় নিয়ে সমস্ত বিধিনিষেধ তুলে নিয়েছে বহু আগে।
বর্তমানে পৃথিবীতে আর কোথাও করোনা কেন্দ্রিক কোন বিধি নিষেধ নেই, নেই কোন অনলাইন কার্যক্রম, সর্বত্র এখন সরাসরি কার্যক্রম সম্পাদিত হচ্ছে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য বাংলাদেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর (AGM) সাধারণ বার্ষিক সভা এবং (EGM) বিশেষ সাধারণ সভা এখন ও অনলাইনেই ডিজিটাল প্লাটফর্মে হচ্ছে।
বাংলাদেশ সিকিউরটি এন্ড এক্সচেঞ্জ কমিশন বা স্টক এক্সচেঞ্জ থেকে এখন পর্যন্ত অনলাইনের এজিএম করার বিষয়টি বন্ধ করা হচ্ছে না। কিন্তু কেন? করোনার বিশেষ অসুবিধার কারণে অনলাইনে এজিএম করার নিয়ম চালু হয়েছিল। এখন যেহেতু সবকিছু ঠিক হয়ে গিয়েছে, এখন আর অনলাইনে (ডিজিটাল প্লাটফর্মে) এজিএম ও ইজিএম করা ঠিক নয় বলে মনে করেন বিনিয়োগকারীরা।
অনলাইনে (ডিজিটাল প্লাটফর্মে) এজিএম ও ইজিএম সম্পন্ন হওয়ার কারণে মালিকপক্ষ শেয়ার হোল্ডারদের কোনো মতামত নিচ্ছেন না। তাদের কোনো কথা বলার সুযোগ দিচ্ছেন না। তারা যা খুশি তাই করছেন, যে কোন এ অ্যাজেন্ডা পাস করিয়ে নিচ্ছেন নিজেদের ইচ্ছামতো।
যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে সাধারণ শেয়ারহোল্ডাররা। তাদের দাবি এজিএম ও ইজিএম এখন ডিজিটাল প্লাটফর্মে না করে সরাসরি করা হোক। যাতে সরাসরি মালিকপক্ষের লোকের সাথে শেয়ার হোল্ডাররা কথা বলতে পারে, আলাপ-আলোচনা করতে পারে তাদের মত জানাতে পারে।
দুঃখজনক হলেও সত্য কিছু অসাধু কোম্পানির মালিকরা (ডিজিটাল প্লাটফর্মে) এজিএম ও ইজিএম সম্পন্ন হওয়ার কারণে, অনবরত ঠকিয়ে যাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীদের। কোন রকমের বাধাবিপত্তি ছাড়াই মনমতো অ্যাজেন্ডা বাস্তবায়ন করে নিচ্ছে মালিকদের সুবিধা মতো ।
সার্বিকদিক বিবেচনায় নিয়ে অতিদ্রুত রেগুলেটরি বোর্ডের উচিত ডিজিটাল প্লাটফর্মে এজিএম ও ইজিএম বন্ধ করা ।
Author
-
মোঃ জসিম উদ্দিন তালুকদার দেশের পুঁজিবাজারের সাথে সরাসরি যুক্ত। তিনি উপ-মহাব্যবস্থাপক, জাহান সিকিউরিটিজ লিমিটেডের। পোর্টফোলিও পরিচালনায় সুদক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন। তিনি ২০ বছর ধরে অত্যন্ত সুনামের সহিত পুঁজিবাজারের সাথে যুক্ত আছেন।
View all posts