ঢাকা শেয়ার বাজার

১৯ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার ৪ আশ্বিন ১৪৩১

তালিকাভুক্ত ‘রোহিঙ্গা সন্ত্রাসী’ অস্ত্রসহ গ্রেপ্তার গ্রেপ্তার টেকনাফে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে অস্ত্র ও কার্তুজসহ এক তরুণকে গ্রেপ্তার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। খাইরুল আমিন (২০) নামের এই তরুণ পুলিশের তালিকাভুক্ত রোহিঙ্গা সন্ত্রাসী বলে জানিয়েছে এপিবিএন।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড আশ্রয়শিবিরের জি-৫ ব্লকের ভাড়া বাসার সামনে থেকে খাইরুলকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই আশ্রয়শিবিরে এইচ ব্লকের ৬৪৮ নম্বর শেডের বাসিন্দা মোহাম্মদ কামালের ছেলে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী এই তথ্যটি নিশ্চিত করেছেন। এপিবিএন বলছে, খাইরুল আমিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে। রোহিঙ্গা আশ্রয়শিবিরে মাদক ব্যবসা, ডাকাতি ও অবৈধ অস্ত্র ব্যবহার করে নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত রয়েছেন। তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও একটি ছুরি জব্দ করা হয়েছে।

এপিবিএন সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবিরে অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে অভিযান চালানো হয়। ওই সময় খাইরুল আমিনকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, একটি ছুরি পাওয়া যায়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বর্তমানে এপিবিএনের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা করে পুলিশে সোপর্দ করা হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!