দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩ টি কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানি ৩ টি হল বিডিকম, ডমিনেজ ও আমরা নেট।
বিডিকমঃ কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ECRL) 30 জুন ২০২২ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবৃতির উপর ভিত্তি করে এর দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এএ”এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২।
ডমিনেজঃ কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে আরগুজ ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (ACRSL) কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে “A” এবং স্বল্প মেয়াদে “ST-2” হিসাবে রেট করেছে এবং ৩০ জুনে সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতির ভিত্তিতে একটি স্থিতিশীল দৃষ্টিভঙ্গি রয়েছে।
আমরা নেটঃ কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (ALFHA RATING) ৩০ জুন পর্যন্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতির উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এ”এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২।