পুঁজিবাজারের তালিকাভুক্ত তিনটি কোম্পানি ৩০ জুন ২০২২ তারিখের সমাপ্ত বছরের জন্যে সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের ব্যাংক একাউন্টে বিএফটিনের মাধ্যমে নগদ লভ্যাংশ বিতরন করেছে। কোম্পানি ৩ টি হলোঃ আরগন ডেনিম, ইভেন্স টেক্সটাইল ও বিডিকম অনলাইন
আরগন ডেনিম ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ইভেন্স টেক্সটাইল (ETL) ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। বিডিকম অনলাইন ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
আজ ডিএসইর নিউজ বিভাগে খবর ৩ টি প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, আপনার ব্যাংক একাউন্টে উক্ত খবর প্রকাশ করা কোম্পানীগুলির লভ্যাংশ না যায়, তাহলে অবশ্যই সেই কোম্পানি শেয়ার ডিপার্টমেন্টে যোগাযোগ করবেন।