পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ারের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানি তিনটি হলোঃ হামিদ ফেব্রিক্স, বেঙ্গল উইন্ডসর ও ন্যাশনাল ফিড কোম্পানি। উল্লেখ্য ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (CRAB)এই রেটিং দিয়েছে।
১। হামিদ ফেব্রিক্স(HFL) : কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ-৩’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-২’। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ অক্টোবর ২০২২ পর্যন্ত ব্যাংকের দায় এবং সম্পর্কিত অন্যান্য গুণগত প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
২। বেঙ্গল উইন্ডসর( BENGALWTL) : কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ-২’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-২’। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত ব্যাংকের দায় এবং সম্পর্কিত অন্যান্য গুণগত প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
৩। ন্যাশনাল ফিড মিল(NFML): কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩’। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ব্যাংকের দায় এবং সম্পর্কিত গুণগsheyaত অন্যান্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
–ডিএসই সূত্র
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।