পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩ টি ব্যাংক ১ ম প্রান্তিক ইপিএস দেয়ার তারিখ জানিয়েছে, ব্যাংক ৩ টি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি ২৩ – মার্চ ২০২৩ ) শেষ হওয়া প্রথম ত্রৈমাসিকের (কিউ ১) সময়ের জন্য কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করার তারিখ জানিয়েছে।
ব্যাংক ৩ টি হলোঃ ঢাকা ব্যাংক লিমিটেড, মারকেন্টাইল ব্যাংক লিমিটেড ও পূবালী ব্যাংক লিমিটেড।
ঢাকা ব্যাংক লিমিটেডঃ
ব্যাংকটি আগামি ১১ ই মে ২০২৩, বেলা ৩ টায় ১ম প্রান্তিক ইপিএস দেয়ার তারিখ জানিয়েছে। উল্লেখ্য, গত বছর ব্যাংকটির ১ম প্রান্তিকে আয় ( ইপিএস) ছিল ০.৭৩ টাকা।
মারকেন্টাইল ব্যাংক লিমিটেডঃ
ব্যাংকটি আগামি ১০ ই মে ২০২৩, বেলা ৩ টা ৩০ মিনিটে ১ম প্রান্তিক ইপিএস দেয়ার তারিখ জানিয়েছে। উল্লেখ্য, গত বছর ব্যাংকটির ১ম প্রান্তিকে আয় ( ইপিএস) ছিল ০.৮৬ টাকা।
পূবালী ব্যাংক লিমিটেডঃ
ব্যাংকটি আগামি ১০ ই মে ২০২৩, বেলা ৪ টায় ১ম প্রান্তিক ইপিএস দেয়ার তারিখ জানিয়েছে। উল্লেখ্য, গত বছর ব্যাংকটির ১ম প্রান্তিকে আয় ( ইপিএস) ছিল ১.১৯ টাকা।