শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। যা আজ বুধবার (২৯ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে।
কোম্পানি তিনটি হলো-এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ,ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড ও কাশেম ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ও ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, ঘোষিত লভ্যাংশ নির্ধারিত সময়ের মধ্যে শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ না করায় কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতেস্থানান্তর করা হয়েছে।
ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিতিনটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।