পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতে মোট ১১ টি কোম্পানি আছে। এর মধ্যে ১০কোম্পানি ইতিমধ্যে ৩য় প্রান্তিক ইপিএস ঘোষণা করেছে। শুধুমাত্র একটি কোম্পানি এখনো ইপিএস দেয়ার তারিখ জানায়নি, কোম্পানিটি হলো ইনটেক লিমিটেড।
উল্লেখ্য, যে ১০ টি কোম্পানি ৩ য় প্রান্তিক ইপিএস ঘোষণা করেছে, এর মধ্যে ৭ কোম্পানির উভয় প্রান্তিকে মুনাফা বেড়েছে।
তিনটি কোম্পানির গত প্রান্তিকে (৩ মাসে )কিছু মুনাফা কমেছে, কোম্পানি ৩ টি হলো: আমরা টেকনোলজি, ড্যাফোডিল কম্পিউটার ও আইএসএন লিমিটেড অন্য দিকে এই তিনটি কোম্পানির মধ্যে দুটির গত ৯ মাস মিলে মুনাফা আগের চেয়ে কমেছে । কোম্পানির দুটি হলো আমরা টেকনোলজি লিমিটেড ও আইএসএন লিমিটেড।
উল্লেখ্য, আমরা টেকটেকনোলজির কেন মুনাফা কমেছে সে ব্যাপারে কোম্পানিটি ব্যাখ্যা তাদের ওয়েবসাইটে দিয়েছে।
সার্বিকভাবে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ডলার সংকট ও ইউক্রেন–রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে পুরো জুন ক্লোজিং শেয়ারের মধ্যে একমাত্র আইটি খাতের শেয়ার গুলোই আগের বছরের মুনাফার ধারা ধরে রেখেছে।
উল্লেখ্য, গত ৩/৪ মাসের বাজার পরিক্রমায় আইটি খাতের প্রতি বিনিয়োগকারীদের একটি সুনজর দেখা যাচ্ছে। খাত ভিত্তিক বাজার বিশ্লেষণ করলে দেখা যায় যে, একমাত্র তৃতীয় প্রান্তিকে আইটি খাতের মুনাফার ধারা অব্যাহত রেখেছে ।
সার্বিকভাবে বিশ্লেষণ করলে এই খাতের ১১ টি শেয়ার এর মধ্যে বেশ কিছু শেয়ারই প্রকৃত বিনিয়োগকারীদের বিনিয়োগ পরিকল্পনায় থাকবে।
2 Responses
দারুণ উপকারী ,এক নিউজে সবগুলো আইটির ইপিএসের খবর পেলাম
সব সেক্টরের ইপিএস গুলি এভাবে দিবেন আশা করছি ।